চালকদের হাতে ফুল তুলে দিলেন ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মানুষের মধ্যে আইন মানার মানসিকতা খুবই কম। তাদের আইন মানতে বাধ্য করাই বড় চ্যালেঞ্জ। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে।
ঢাকা মহানগরীতে ট্রাফিক মাস পালনের শেষ দিনে আজ রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনা দেখতে এসে পুলিশ কমিশনার এ মন্তব্য করেন। এ সময় তিনি রাজধানীতে বিভিন্ন যানবাহনের চালকদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘সেপ্টেম্বর মাসব্যাপী ট্রাফিক সপ্তাহে অনেক সাফল্য রয়েছে। তবে শতভাগ সফলতা অর্জন সম্ভব হয়নি। এ মাসে ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে মামলায় জরিমানা আদায় করা হয়েছে সাত কোটি টাকার ওপরে। যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরও দীর্ঘদিনের আইন না মানার প্রবণতা এক/দুই মাসে ঠিক করা সম্ভব না।’
ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালনের জন্য রোভার স্কাউট, গার্ল গাইডসসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘তারা অনেক কষ্ট করেছে। তারপরও মানুষ সহজে আইন মানতে চায় না। ট্রাফিক মাস শেষ হলেও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নানা কর্মসূচি অব্যাহত থাকবে।’
এ সময় কমিশনার রোভার স্কাউট ও গার্ল গাইডস সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল চালক ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।