আরও সাফল্য চাই আমরা : মাশরাফি
অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে একটা লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সেই লক্ষ্য পূরণ হয়েছে। তবে তাতে সন্তুষ্ট নন মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের ঘোষণা, বিশ্বকাপে তারা আরো সাফল্যের পেতে মরিয়া।
রোববার মেলবোর্নে পৌঁছালেও প্র্যাকটিস ছিল না বাংলাদেশ দলের। সোমবার সকালে প্র্যাকটিস শেষে মাশরাফি জানালেন কোয়ার্টার ফাইনালে ভালো খেলতে তাঁরা কতটা উন্মুখ, ‘দলের প্রত্যেকে রোমাঞ্চিত। কারণ আমরা প্রথমবারের মতো বিশ্বকাপের নক-আউট পর্বে খেলতে যাচ্ছি। তবে আমরা সবাই পেশাদার খেলোয়াড়। আমাদের তাই নিজ-নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। দলের প্রত্যেক ক্রিকেটারের প্রতি আমার পরামর্শ, অতীতের অর্জনের কথা ভুলে যাও আর ভারত ম্যাচের দিকে দৃষ্টি দাও। সারা পৃথিবীকে দেখাতে হবে যে আমরা আরো বেশি সাফল্যের জন্য ক্ষুধার্ত।’
তার মানে ভারতকে হারিয়ে সেমিফাইনাল! মাশরাফি আত্মবিশ্বাসী, শেষ চারে খেলার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের, ‘আমাদের জন্য এটা আরেকটা সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। দলের আরেকটি সাফল্য নিয়ে আমার মনে আত্মবিশ্বাসের অভাব নেই।’
একটা অস্বস্তির কাঁটা অবশ্য মাশরাফির মনে বিঁধে আছে। ওপেনারদের ছন্দহীনতা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক। তবে তাঁর বিশ্বাস, ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন তামিম-ইমরুলরা, ‘আমি জানি নতুন বলের সামনে ওপেনারদের কতটা কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়। তবে আমরা যদি একটা ভালো সূচনা পেয়ে যাই তাহলে পুরো দৃশ্যপটই পাল্টে যাবে। কারণ আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছে।’
এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময়ের নাম মাহমুদউল্লাহ। ক্রিকেটের সেরা আসরে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেই থেমে থাকেননি, টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। মাশরাফি নিজেও মাহমুদউল্লাহর চমকজাগানো সাফল্যে বেশ অবাক, ‘আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। তবে সত্যি বলতে কি, আমরা কেউ ভাবতেই পারিনি সে এতটা ভালো খেলবে। আমরা তার কাছ থেকে আরো বিশেষ কিছুর অপেক্ষায় আছি।’