খুলনার বিভিন্ন জায়গা থেকে আটক ৫৬
খুলনার আটটি থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অভিযানে এদের আটক করা হয়।
বিভিন্ন মামলার পলাতক আসামি ও নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে বলে কেএমপি জানিয়েছে।
কেএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান ৫৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম রয়েছেন বলে দাবি করেন তিনি।
কুয়েট শাখা ছাত্রশিবির জানিয়েছে, জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। রোববার বিকেলে ছাত্রলীগের কর্মীরা জাহাঙ্গীর আলমকে আটক করে পিটিয়ে পুলিশে দেয় বলে জানিয়েছে সংগঠনটি।
এদিকে, চলমান হরতাল-অবরোধে ছাত্রদল ও ছাত্রশিবির নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে।