মন্ত্রিপরিষদে ডাক পেলেন যারা
একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল সোমবার শপথ নেবেন। আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে নতুন মন্ত্রিসভা সম্পর্কে জানানো হয়।
এর আগে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথের জন্য যারা ডাক পেয়েছেন, তাদের নাম জানা গেছে। সচিবালয় সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভা ৪৭ জনের হবে। এর মধ্যে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং তিনজন উপমন্ত্রী। টেকনোক্র্যাট মন্ত্রী তিনজন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থাকবে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব।
মন্ত্রী হিসেবে শপথের জন্য এরই মধ্যে ফোন পেয়েছেন—আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, ড. আবদুর রাজ্জাক, আসাদুজ্জামান খাঁন কামাল, ড. হাছান মাহমুদ, আনিসুল হক, আ হ ম মুস্তফা কামাল, মো. তাজুল ইসলাম, ডা. দীপু মনি, এ কে আবদুল মোমেন, এম এ মান্নান, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সাধন চন্দ্র মজুমদার, টিপু মুনশি, নুরুজ্জামান আহমেদ, শ. ম. রেজাউল করিম, মো. শাহাব উদ্দিন, বীর বাহাদুর উ শৈ সিং, সাইফুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম সুজন, স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ও মোস্তাফা জব্বার (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন—কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, জাহিদ আহসান রাসেল, নসরুল হামিদ বিপু, আশরাফ আলী খান খসরু, মন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মো. জাকির হোসেন, মো. শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মো. মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে এম খালিদ, ডা. এনামুর রহমান, মো. মাহবুব আলী ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ (টেকনোক্র্যাট)।
উপমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন হাবিবুন নাহার, এ কে এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।