ঝিনাইদহে বিএনপি-শিবিরের সাতজন আটক
ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার ভোর পর্যন্ত ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় বই, চাঁদা আদায়ের কুপন, মুঠোফোনের সেট ও সিম জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের আবাসিক হল থেকে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সিরাজুল ইসলামকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে হলে অভিযান চালিয়ে বিপুল ধর্মীয় বই, চাঁদা আদায়ের কুপন, একাধিক মোবাইল ফোনসেট ও সিমসহ মালামাল জব্দ করা হয়।
ওসি আরো জানান, আজ বুধবার ভোরে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থানে থেকে পাঁচ বিএনপিকর্মীকে আটক করে পুলিশ। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।