কিশোরগঞ্জে মুজাহিদের নাম লেখা প্রস্তরফলক ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/26/photo-1427379398.jpg)
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেকমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নাম লেখা একটি প্রস্তরফলক ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের গাইটাল এলাকায় সরকারি বালিকা শিশু পরিবার ভবনে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালি লিমন ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী শিশু পরিবার ভবনে ঢুকে ফলক ভাঙচুর করেন। নেতা-কর্মীরা ফলক ভেঙে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নাম উঠিয়ে ফেলেন।
২০০৬ সালের ১৭ জুন তৎকালীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ও সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ যৌথভাবে শিশু পরিবারের নতুন ভবন উদ্বোধন করেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মুজাহিদের নামের অংশ ভাঙচুর করলেও ওসমান ফারুকের নাম লেখা অংশটি অক্ষত রয়েছে। এই অংশে ভাঙচুর করা হয়নি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালি লিমন এনটিভি অনলাইনকে বলেন, ‘কিশোরগঞ্জের মাটিতে কোনো রাজাকারের নাম থাকতে দেওয়া হবে না।’