সালাহ উদ্দিনকে খুঁজে বের করার দাবিতে খুলনায় মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/04/photo-1428141059.jpg)
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ শনিবার খুলনায় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
নগরীর কেডিঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হাসান দুলু, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
সমাবেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গুম, খুন আর অপহরণ করে হাসিনা সরকার হটাও আন্দোলন বন্ধ করা যাবে না। অবৈধ সরকারকে বিদায় করা এখন সময়ের ব্যাপার মাত্র। অচিরেই দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করা হবে।
পরে সমাবেশ শেষে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খান এ সবুর রোড দিয়ে ফেরিঘাট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।