বিড়িতে শুল্ক না বাড়ানোর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক না বাড়ানোর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে বৃহত্তর নোয়াখালী বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে মানববন্ধন করা হয়।
পরে সাবেক বেসামারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি আবু ছোবহান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রতাপ কুমার কুন্ডু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বিড়িতে শুল্ক ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অর্পিত আওয়ামী লীগের আমলেও বিড়ি শিল্পের ওপর শুল্ক থাকবে না। বিড়ি শিল্পকে কুটির শিল্পের মর্যাদা দিতে হবে বলেও জানান বক্তারা।
সারা দেশের নারী-পুরুষসহ প্রায় ২৫ লাখ শ্রমিক বিড়ি শিল্পে কর্মরত রয়েছেন। বিপুল এ জনগোষ্ঠীর কথা চিন্তা করে বিড়ির ওপর আগামী বাজেটে শুল্ক বৃদ্ধি না করার জন্য দাবি জানানো হয়।