হিলি সীমান্তে বিজিবির গুলি, ভারতীয় যুবক নিহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে ভারতীয় এক যুবক নিহত হয়েছেন। এর আগে ‘চোরাকারবারি’ ওই যুবকের গুলিতে বিজিবির এক সদস্য আহত হন বলে তারা দাবি করেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বিটন (৩৩) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি থানাধীন দক্ষিণপাড়ার বৈদ্য রায়ের ছেলে। তিনি চোরাকারবারি বলে বিজিবি দাবি করেছে।
বিজিবির হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার রেজাউল করিম জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি আসে। এ সময় ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশ অংশে ঢুকে ওই ট্রেনে ভারতীয় মালামাল ওঠাতে থাকে। বাধা দিলে ভারতীয় চোরাকারবারি বিটন বিজিবিকে লক্ষ্য করে রিভলবার বের করে গুলি করে। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হন। এ সময় আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এই ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫-২০টি গুলি করলে বিজিবিও পাল্টা জবাবে ১৫-২০টি গুলি করে বলে জানান রেজাউল করিম।
আহত বিজিবি সদস্য রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।