রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করছে প্রধানমন্ত্রী : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম মানবিক আচরণ দেখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, ১৯৭১ সালে ভারত আমাদের মানবিক আশ্রয় না দিলে আমরা স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জন করতে পারতাম না। রোহিঙ্গাদেরও একদিন সুদিন আসতে পারে, এ বিবেচনায় বিপদের সময় তাদের প্রতি বর্তমান সরকার চরম মানবিক আচরণ করে সারা পৃথিবীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণিতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীর মধ্যে শাড়ি; দফাদার, চৌকিদার ও অসহায় দুস্থদের মধ্যে শার্ট, টাউজার, গেঞ্জী ও পাঞ্জাবী বিতরণ করেন তিনি।
এ সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।