ঢাবিতে যৌন হেনস্তার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/22/photo-1429689335.jpg)
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তার প্রতিবাদে আজ বুধবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করা হয়।ছবি: এনটিভি
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন করা হয়।দুর্বার নেটওয়ার্ক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে টিএসসি এলাকায় যৌন হেনস্তা এবং দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয়।
মানববন্ধনে দুর্বার নেটওয়ার্কের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারা দেশে নারীর ওপর যৌন হয়রানির প্রতিবাদ জানান বক্তারা।