সিফাত হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/23/photo-1429777267.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বিভাগটির শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান ও সিফাতের সহপাঠী গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
মানবন্ধনে জামাত খান বলেন, ‘শুরু থেকেই পুলিশ স্পর্শকাতর এই মামলার তদন্তে গড়িমসি করছে। আমি অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।’
সিফাতের সহপাঠী গোলাম রাব্বানী অভিযোগ করেন, সিফাত হত্যা মামলার দুই আসামি তাঁর শ্বশুর ও শাশুড়ি উচ্চ আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন। এর পরও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
উল্লেখ্য, গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় ওয়াহিদা সিফাতের। এ ঘটনায় ৬ এপ্রিল সিফাতের চাচা বাদী হয়ে রাজপাড়া থানায় যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে মামলা করেন।