সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো
২৪তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু এবারের ইউএস ওপেনের নারী এককে এই মার্কিন তারকার স্বপ্ন পূরণ হতে দিলেন না বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। প্রথমবারের মতো ফাইনালে উঠেই সেরেনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন কানাডার এই টিনএজার।
নিউইয়র্কে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল লড়াইয়ে সেরেনাকে দুটি সেটেই ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়েছেন আন্দ্রেয়েস্কো। মারিয়া শারাপোভার পর এই প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই কানাডিয়ান টেনিস তারকা।
এর আগে আসরজুড়ে ছন্দে ছিলেন সেরেনা। সেমিফাইনালে নিউইয়র্কের এলিনা ভিতোলিনার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি। সেই ম্যাচে জেতেন ৬-৩, ৬-১ সেটে। তার আগে শেষ আটের লড়াইয়ে চীনের ওয়াং কিয়াংকে বিধ্বস্ত করে নিজের শততম জয় তুলে নেন এই মার্কিন টেনিস তারকা।