ঝিনাইদহে মাদক মামলায় যাবজ্জীবন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/15/photo-1568564401.jpg)
ঝিনাইদহে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল জব্বার। ছবি : এনটিভি
ঝিনাইদহে মাদক মামলায় আব্দুল জব্বার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এমজি আযম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১ সেপ্টেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্দুল জব্বার ও আব্দুল জলিল নামের দুইজনকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ।
সাক্ষ্য ও শুনানি শেষে আজ আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অপর আসামি আব্দুল জলিল আগেই মারা গেছেন।