রাজশাহীতে ব্যাংক ব্যাবস্থাপকের মরদেহ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/28/photo-1430164983.jpg)
রাজশাহী বাগমারার একটি ভাড়া বাসা থেকে আতিকুর রহমান (৩৫) নামের ব্র্যাক ব্যাংক ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টারদিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই উপজেলায় ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নাটোরের আহম্মদপুরে।
আতিকুর রহমানের সহকর্মী মহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, দাপ্তরিক কাজে রোববার সকালে তিনি রাজশাহীতে গিয়েছিলেন। ওই দিন সন্ধ্যার পর তিনি বাগমারা উপজেলার দেউলা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসায় ফিরেন।
তিনি অবিবাহিত ছিলেন। তাই একাই তিনি বাসায় থাকতেন। তিনি আরো জানান, সোমবার সকালে আতিকুর রহমানের বাসায় কাজ করতে গিয়ে গৃহকর্মী সায়েদা খাতুন ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। পরে ডাকার পরও জবাব না পেয়ে বিষয়টি অন্যদের জানান। এ সময় থানায় খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে আতিকুরের লাশ উদ্ধার করে। পরে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আতিকুর রহমান আত্মহত্যা করেছেন, না তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’