ভাই প্রশ্ন কমিটিতে, পরীক্ষার্থী বোন দ্বিতীয় স্থানে!
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) দ্বিতীয় স্থান অধিকার করেছেন পরীক্ষা কমিটির এক সদস্যের বোন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে তিনি ভর্তি পরীক্ষা কমিটি কিংবা প্রশ্নপত্র মডারেশন বোর্ডে থাকতে পারেন না।
তবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক ইসমাইল হোসেনের বোন পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তিনি পরীক্ষা কমিটিতে ছিলেন।
ইসমাইল হোসেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা কমিটি ও প্রশ্নপত্র প্রণয়ন (মডারেশন) কমিটির সদস্য। এই ইউনিটের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী নিজেই। এ ছাড়া প্রশ্নপত্র প্রণয়ন কমিটির আহ্বায়কও ছিলেন তিনি।
গত ৫ ও ৬ মে অনুষ্ঠিত ওই ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন ইসমাইল হোসেনের ছোট বোন ইহতিশানুন নিসা। ভর্তি পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ৪১২১২৭। তাঁদের বাবা এ টি এম ইবরাহীম সরকার রংপুরের লালবাগ এলাকার বাসিন্দা। ওই পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১৩ মে।
এ ব্যাপারে ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘নিকট আত্মীয় পরীক্ষার্থী হলে পরীক্ষা কমিটিতে থাকা যায় না -এ নিয়মের ব্যাপারে আমি জানতাম না। তাই এমনটা ঘটেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বোনকে বেরোবিতে ভর্তি করাব না।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এনটিভি অনলাইনকে বলেন, ‘ইসমাইল হোসেনের নিকট আত্মীয়ের বিষয়ে আমি অবগত ছিলাম না। ব্যাপারটি জানলে ওনাকে কমিটিতে রাখা হতো না। আমি এখন ঢাকায় আছি। বিশ্ববিদ্যালয়ে ফিরেই বিষয়টি খতিয়ে দেখব।’