গোপালগঞ্জের সব চিকিৎসাকেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মরিবতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/23/photo-1432359537.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে এলাকাবাসীর হামলার প্রতিবাদে জেলার সব চিকিৎসাকেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
urgentPhoto
গতকাল শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে হাসপাতালে জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৯ মে এক নারী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল সকালে এক নার্স তাঁকে ইনজেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। এ ঘটনায় বিকেলে এলাকাবাসী স্বাস্থ্যকেন্দ্রে হামলা করে ভাঙচুর চালায়। আহত হন চিকিৎসক, এক নার্স, পুলিশসহ অন্তত ৪০ জন। খবর পেয়ে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।