ম্যাগি নুডলস নিষিদ্ধের দাবি
নেসলে কোম্পানির উৎপাদিত ম্যাগি নুডলস বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, পরিবেশ বাঁচাও আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসলে কোম্পানির ম্যাগি নুডলস দেশে বাজারজাত করা হচ্ছে। এ কোম্পানির পণ্যের খ্যাতির কারণে বিভিন্ন খাদ্যপণ্যের মানের ব্যাপারে প্রশ্ন তোলা হয়নি। কিন্তু সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতে একাধিক নির্ভরযোগ্য ল্যাবরেটরি পরীক্ষায় নেসলে কোম্পানির ম্যাগি নুডলসসের মধ্যে জীবনঘাতী এবং স্বাস্থ্যবিনাশী সিসার উপস্থিতি বিপজ্জনক মাত্রায় পাওয়া গেছে। সিসা মানুষের শরীরের লিভার ও কিডনিকে ধ্বংস এবং বিপাক প্রক্রিয়াকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে শিশুর মস্তিস্কের বিকাশে সিসা মারাত্মক ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি করে। ফলে শিশুর মস্তিস্ক ও বুদ্ধির বিকাশ প্রবলভাবে ব্যাহত হয়।
সম্প্রতি ভারতের উচ্চ আদালত ম্যাগি নুডলসকে সে দেশে নিষিদ্ধ করেছেন। নেসলে কোম্পানি উত্থাপিত অভিযোগ স্বীকার করে, ভারতের বাজার থেকে ম্যাগি নুডলস প্রত্যাহার শুরু করেছে।