আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ থাকবে না
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘কোনোদিন আর বাংলাদেশে রাজাকার সমর্থিত, সামরিক সমর্থিত কোনো সরকার আসবে না। আগুন-সন্ত্রাসী বেগম খালেদা জিয়া কখনোই শেখ হাসিনার বিকল্প নয়।’
urgentPhoto
আজ শনিবার সকালে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইনু বলেন, ‘সেই নির্বাচন গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন হবে। প্রতিযোগিতার নির্বাচন হবে। কিন্তু ওই নির্বাচনে গণতন্ত্রের অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নাই। আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না।’
রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারার জবাব জনতা ও আইনের আদালতে খালেদা জিয়াকে দিতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণমাধ্যম মতপ্রকাশের স্বর্ণযুগ পার করছে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার বিচারে দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই।
জামায়াতে ইসলামীকে গণতন্ত্রের বিষফোঁড়া উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অপারেশনের মাধ্যমে এই বিষফোঁড়াকে বাদ দিতে হবে এবং এ জন্য জাতিকে কষ্ট স্বীকার করতে হবে।