নেত্রকোনায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অগ্নিদগ্ধ গৃহবধূ সঞ্চিতা পাল দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বড়গাঁওয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সঞ্চিতা পাল গত সোমবার গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হন। তাঁকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা চলাকালে আজ বুধবার সকালে সঞ্চিতার মৃত্যু হয়।
ওসি আরো জানান, অগ্নিদগ্ধের ঘটনায় গত মঙ্গলবার সঞ্চিতার স্বামী ভূপেন্দ্র চন্দ্র পাল বাদী হয়ে থানায় ছোট ভাই হরিশ চন্দ্র পাল ও তাঁর স্ত্রীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় হরিশ চন্দ্র পালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার সঙ্গে এখন হত্যার অভিযোগ সংযুক্ত হবে। হরিশ চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।