নেত্রকোনায় গুলিতে যুবক নিহত
নেত্রকোনা সদরের আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অঞ্জন কুমার দাস ভুট্টো (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভুট্টো গুলিবিদ্ধ হন।
নিহত ভুট্টোর পরিবার ও পুলিশ জানিয়েছে, মসজিদ কোয়ার্টারে কো-অপারেটিভ ব্যাংক এলাকার বাসিন্দা অঞ্জন বৃহস্পতিবার রাত ১০টার দিকে আনন্দবাজারের সাইফুল ইসলাম বাবলুর ব্যবসায়িক চেম্বারে বসে ছিলেন। এ সময় আরো কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ভুট্টোর পেটে গুলি লাগে। এ অবস্থায় তাঁকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশে নেওয়া হয়, পথেই তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আলম জানান, আনন্দবাজারে বাবলুর চেম্বারে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় অঞ্জন গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা কী কারণে ভুট্টোকে গুলি করেছে তা জানাতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য চেম্বারের মালিক সাইফুল ইসলাম বাবুল ও কর্মচারী রিপনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
জেলা বিএনপির নেতারা বলেছেন, অঞ্জন একসময় ছাত্রদলের রাজনীতির জড়িত ছিলেন। তবে সর্বশেষ তিনি রাজনীতি করতেন না বলে জানান তাঁরা।