গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক টাঙ্গাইলের নাগরপুর থানার মো. আলমাস (৩০) ও চালক সহকারী গাজীপুরের হাতীমারা এলাকার মো. তারেক (২০)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহার জানান, সকালে হোতাপাড়া এলাকায় বিমানবাহিনীর প্রকল্প এলাকার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মুরগিবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মুরগিবোঝাই ট্রাকের চালক ও চালক সহকারী ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনার এক যাত্রী মারা যান। তবে নিহত এ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ সময় লেগুনার আরো চার যাত্রী আহত হন।
আহত ব্যক্তিদের সফিপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান এ দুই পুলিশ কর্মকর্তা।