হাসপাতালে বিএনপি নেতা তরিকুল ইসলাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/11/photo-1436622466.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। ফাইল ছবি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। আজ শনিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান। সকাল ১০টার দিকে তাঁকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবীর খান জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই হৃদরোগ, ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি প্রফেসর ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।