‘নির্বাচনে অযোগ্য করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনাল’
নির্বাচনে অযোগ্য করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে সরকার ট্রাইব্যুনাল গঠনের কথা বলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকার বুঝতেছে বোধ হয় একটা নির্বাচন না দিয়ে কোনো উপায় নাই। এখন যদি নির্বাচন হয়, আর বিএনপি বইলা বসে যে তারা নির্বাচনে যাবে, তাহলে তো সরকারের সর্বনাশ। জেতার তো কোনো চান্স নাই। সেজন্য এখন তাদের চেষ্টা হল বিএনপি নেতৃবৃন্দ, যাদের জেতার সম্ভাবনা আছে তাদের সবাইকে মামলা-মোকদ্দমায় ফাঁসিয়ে অন্তত দুই বছরের সাজা দেওয়া যায় কিনা।’
‘খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে যে সব অভিযোগ এগুলো যদি সাধারণ আদালতে যায়, প্রচলিত আদালতে গেলে যদি প্রমাণ করা না যায় তাহলে তো কৌশল কাজে লাগল না। তখন তো আবার নির্বাচনে (সরকার) হেরে যাবে। সে জন্যই ট্রাইব্যুনাল দিয়ে চেষ্টা হচ্ছে।’
তবে এ ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সরকার নিজেদের জনপ্রিয় দাবি করছে। তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় কেনো? জনগণকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।