কক্সবাজারে পাহাড়ধস, হতাহতের শঙ্কা
কক্সবাজার সদর উপজেলায় গভীর রাতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে শহরতলির বাহারছড়া কবরস্থান এলাকায় এ ধসে পাঁচটি ঘর চাপা পড়ে। এ ঘটনায় দুজন নিখোঁজ আছে বলে জানিয়েছে স্থানীয়রা। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চারজনকে।
টানা বৃষ্টির কারণে আবহওয়া অধিদপ্তরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে- এমন সতর্কবার্তার মধ্যেই কক্সবাজারে এ পাহাড়ধসের ঘটনা ঘটল।
বাহারছড়া কবরস্থান এলাকায় বাসিন্দা এনামুল হক এনটিভি অনলাইনকে জানান, কয়েকদিন ধরেই এখানে টানা বৃষ্টি হচ্ছে। আজ রাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সবাই যখন ঘুমে, রাত ২টার দিকে হঠাৎ করেই পাহাড় ধসে পড়ে। এতে পাঁচ-ছয়টি ঘর মাটির নিচে চাপা পড়ে।
স্থানীয়রা বৃষ্টির মধ্যে যে যার মতো করে ঘর ছেড়ে বেরিয়ে আসে। প্রতিবেশী খায়রুলের স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে জানান এনামুল।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. আব্দুল মজিদ রাতে ঘটনাস্থল থেকে এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।
কাজে ব্যস্ত থাকার কারণে এ ব্যাপারে আর বিশেষ কিছু বলতে চাননি মো. আব্দুল মজিদ। তবে তিনি জানান, এ ঘটনায় হতাহতের আশঙ্কা আছে। কেউ মাটির নিচে চাপা পড়ে থাকলে তাঁকে উদ্ধার করা হবে।