সালাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার : বিএনপি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় তাঁর দল বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আজ বুধবার রায় ঘোষণার পর বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
urgentPhoto
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র বলেন, ‘এ রায়ে আমরা হতাশ, বিস্মিত এবং সংক্ষুব্ধ হয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজ বুধবার রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে সাকা চৌধুরীর আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
লিখিত বক্তব্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযুক্ত হওয়ায় আমরা বিস্মিত। তাঁর আইনজীবীদের মতো আমাদের দলও মনে করে তিনি ন্যায় বিচার লাভ করেননি। অন্যায্যভাবে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং সত্যিই মর্মাহত। আমাদের দল মনে করে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের দল আরো মনে করে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে আইনি স্বচ্ছতার অভাব ও নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে।’
বিএনপি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, বিচারের প্রক্রিয়া হতে হবে সব রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত পরিবেশে, স্বচ্ছ, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে। এখানে কোনোভাবে যেন কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার না হন এবং অভিযুক্তদের প্রতি যেন ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
‘এ সত্ত্বেও আমরা লক্ষ করছি, এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক চাপ অব্যাহত ছিল। ততা সত্ত্বেও আমরা আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি বরাবর আস্থা রেখে এসেছি।’
‘সালাউদ্দিন কাদের চৌধুরী এ দেশের একজন জনপ্রিয় ও বিশিষ্ট রাজনীতিবিদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর কণ্ঠ ছিল সুউচ্চ’- উল্লেখ করে তাঁর দল বিএনপির মুখপাত্র বলেন, “বাংলাদেশের ইতিহাসে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া রায় যেন ভবিষ্যতে একটি ‘জুডিশিয়াল কিলিং’-এর ঘটনা হিসেবে চিহ্নিত না হয়। সে জন্য প্রত্যাশা করব, এই রায়ের রিভিউ চলাকালে ভবিষ্যতে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায়বিচার থেকে যেন বঞ্চিত না হন।’