কোমেনে থেমে গেছে ১৫৯ জনের ফেরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক। ফলে আজ বৃহস্পতিবার দেশে ফিরতে পারছে না মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরো ১৫৯ জন অভিবাসনপ্রত্যাশী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৫৯ বাংলাদেশিকে আজ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুতই তাদের ফিরিয়ে আনা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা আসিফ মুনির জানিয়েছেন, ১৫৯ জনের মধ্যে দেশের ১০ জেলার বাসিন্দা রয়েছে। এর মধ্যে নরসিংদীর ৮০ জন, নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, চট্টগ্রামের ১৮, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, শরীয়তপুরের তিন, নওগাঁর দুজন এবং নাটোর ও বরিশালের একজন করে বাসিন্দা রয়েছেন। এর মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ জুন, ১৯ জুন ও ২২ জুলাই তিন দফায় দেশে ফিরিয়ে আনা হয় ৩৪২ জনকে।