কাশিয়ানীতে কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজছাত্রী শারমিন সুলতানা হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আজাদ মৃধা, সাধারণ সম্পাদক (জিএস) ইমদাদুল হক স্বপন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মোর্শেদ আলম, আল-মামুন শাওন প্রমুখ।
এ সময় বক্তারা শারমিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৩১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামে কবর দেওয়ার সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে শারমিনের লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী নৌবাহিনীর সদস্য সজিবুজ্জামান জনি পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে হত্যা করেছেন বলে শারমিনের বাবা এ ব্যাপারে দায়ের করা মামলায় অভিযোগ করেছেন। এ ঘটনায় শারমিনের শাশুড়ি পারুল বেগমকে আটক করলেও জনি পলাতক।
মো. শাজাহান হোসেন জানান, শারমিন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে। পুলিশকে না জানিয়েছে তাঁকে কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।