ছাত্রলীগ ছাত্রস্বার্থ নিয়ে কথা বলে না : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘তোমরা জাতীয় রাজনীতি নিয়ে কথা বললেও ছাত্রদের স্বার্থ নিয়ে তোমাদের কথা বলতে দেখা যায় না। এটা হতাশাজনক।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ঢাবি ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে উল্লেখ করে সংগঠনটির সাবেক এ নেতা বলেন, তাহলেই কেবল যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এ সময় শেখ হাসিনা ব্যতীত অপর নেতাদের নামের আগে বিশেষণের অতিশয়োক্তিরও সমালোচনা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীসহ সারা দেশের সড়কে যখন যানজট দেখি, তখন মনে হয়, আমাদের সব অর্জনই ব্যর্থ। যানজট সমূলে নির্মূল না হওয়ার আগ পর্যন্ত তিনি সফল নন বলেও মন্তব্য করেন।
যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সব লক্কর-ঝক্কর মার্কা যানবাহনকে সড়ক ছাড়া করতে অভিযান অব্যাহত থাকবে।
সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে গাড়ি ও চালকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক থাকতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ হওয়ায় মহাসড়কে দুর্ঘটনা কমেছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানক, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ওমর শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।