ফাইনালে জোকোভিচ, কেনিনের চমক
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন জকোভিচ। রজার ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। আজ বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত সেমিফাইনালে ৭-৬(৭-১), ৬-৪, ৬-৩ গেমে জেতেন জোকোভিচ।
দুই ঘণ্টা ১৮ মিনিটের ম্যাচে হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শতভাগ ফিট না থেকেও দারুণ লড়াই করেছেন ফেদেরার। তবে তাতে ১৬ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের এমন জয় তাঁকে শিরোপার কাছাকাছি নিয়ে গেছে। অবশ্য ২০১২ সালের পর গ্র্যান্ড স্লামে ফেদেরারের কাছে হারেননি জকোভিচ।
আগামী রোববারের ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন ডমিনিক টিম ও আলেক্সান্ডার জেভেরেভের মধ্যে বিজয়ীর বিপক্ষে।
দারুণ জয়ে উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, ‘ফেদেরার দুর্দান্ত শুরু করেছিল। শুরুতে আমিও চাপে ছিলাম। সে মোটেও নিজের সেরা অবস্থানে ছিল না। কোর্টের মধ্যে সে যেভাবে খেলেছে, স্পষ্ট বোঝা গেছে সে সেরা অবস্থানে ছিল না।’
ফেদেরারের হারে তাঁর ক্যারিয়ার নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার কি র্যাকেট তুলে রাখবেন তিনি?
এদিকে মেয়েদের এককে প্রথমবারের মতো ফাইনালে উঠে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন গার্বিনে মুগুরুসাকে।
কেনিন ৭-৬ (৮-৬), ৭-৫ গেমে জেতেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টিকের বিপক্ষে। আর রোমানিয়ার তারকা হালেপকে ৭-৬ (১০-৮), ৭-৫ গেমে হারান মুগুরুসা। আগামী শনিবার ফাইনালে লড়বেন মুগুরুসা ও কেনিন।