লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সৌদিপ্রবাসীর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (৩০) নামের এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত সোহেল সদর উপজেলার দালালবাজার এলাকার খিদিরপুর গ্রামের নূর নবীর ছেলে। দুই মাস আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, গতকাল রাত ৯টার দিকে দুই আরোহীসহ মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে রায়পুর যাচ্ছিলেন সোহেল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীসহ সোহেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।