কুমিল্লায় সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কয়েকশ গজের মধ্যে অবস্থিত শুভপুর এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে চার বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চারজন। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুর নাম হৃদয়। সে শুভপুর এলাকার রিকশাচালক মফিজ মিয়ার ছেলে। তার পেটে ও হাতে গুলি লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ রোববার সকাল ১০টার দিকে দিকে শুভপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আনোয়ার ও হাসিব পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে হাসিব বাহিনীর নাদিম প্রতিপক্ষ আনোয়ার বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ২০টি গুলিবিনিময় হয়। এ সময় পথচারী শিশু হৃদয়ের পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। আহত হয় দুই পক্ষের চারজন। ঘটনার পরপর শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে গ্রেপ্তার আতঙ্কে আহত অন্যরা গোপনে চিকিৎসা নেন।
ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেঝেতে পাটির ওপর শুয়ে আছে শিশু হৃদয়। তার পেটে ও বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা। পাশেই বসে ছিলেন তার মা-বাবা। মুখে ছিল আতঙ্কের ছাপ। মা কিছুক্ষণ পরপর হৃদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, গুলিবিদ্ধ শিশুর চিকিৎসা চলছে। অস্ত্রোপচারের পর তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।