লক্ষ্মীতারুণ্য উৎসব ৬ মার্চ, সম্মাননা পাবেন ২০ তরুণ
মাথা নোয়াতে চায় না তারুণ্য। চায় একসঙ্গে মিলে দেশ গড়তে, আর মাথা উঁচু করে বাঁচতে। ‘তবু মাথা নোয়াবার নয়’ স্লোগানে ‘তৃতীয় লক্ষ্মীতারুণ্য উৎসব’ আয়োজন করছে লক্ষ্মীপুর জেলার তরুণ পেশাজীবীদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’।
আগামী ৬ মার্চ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হবে। অনুষ্ঠানে দেশে-বিদেশে বিভিন্ন পেশায় থাকা লক্ষ্মীপুর জেলার সফল ২০ তরুণকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব তরুণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শামীম ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মুহাম্মদ কামরুল হাসান, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর এবং ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী।
এ ছাড়া উপস্থিত থাকবেন সিনিয়র সহকারী কমিশনার অহিদুজ্জমান নূর জয়, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম পলাশ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ইকোনমিস্ট গোলাম মোর্তজা, রিহ্যাবের পরিচালক শাহাদাত হোসেন, ব্রাভাত বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মোস্তফা চৌধুরী, নাফি গ্রুপের চেয়ারম্যান জিয়াউল হক মোহন, কাদের অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান কাদের মো. হেলালসহ আরো অনেকে।
উৎসবে দেশের প্রথম নারী গভর্নমেন্ট প্লিডার ও রত্নগর্ভা মা অ্যাডভোকেট সেলিনা আখতারকে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। লক্ষ্মীতারুণ্য উৎসবের তৃতীয় আয়োজনের আহ্বায়ক র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম।
২০১৬ সালে প্রথম লক্ষ্মীতারুণ্য উৎসব আয়োজন করা হয়। ওই বছর সম্মাননা দেওয়া হয় ১৬ তরুণকে। পরে ২০১৭ সালে দ্বিতীয় লক্ষ্মীতারুণ্য উৎসবে আরো ১৭ জনকে সম্মাননা দেওয়া হয়।