শেরপুরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে গেছে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে যাত্রী পারাপার। আজ শুক্রবার থেকে বাংলাদেশের নাকুগাঁও এবং ভারতের ডালু ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপারের এ নিষেধাজ্ঞা জারি করে।
নাকুগাঁও স্থলবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আহমেদ জানিয়েছেন, আজ দেশের প্রতিটি বন্দরের মতো শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যার ফলে আজ থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া ভারতীয় কর্তৃপক্ষও এই স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে। ভারতের ডালু ইমিগ্রেশন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে ভারতীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে শেরপুর জেলায় চীন ও ইতালি থেকে ফেরত আসা তিন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনফেরত এক যুবক সর্দি-কাশিতে আক্রান্ত হলে তিনি চিকিৎসকের কাছে যান। কিন্তু তাঁর শরীরে করোনা ভাইরাসজনিত কোনো উপসর্গ না থাকায় তাঁকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, ইতালিফেরত দুজনকে জেলা স্বাস্থ্য বিভাগ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেছে। তবে তাদের শরীরে কোভিড ১৯ এর কোনো উপসর্গ পাওয়া যায়নি।