সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আবারো রিমান্ডে
জঙ্গি তৎপরতায় অর্থ সহায়তার অভিযোগে আটক ব্যারিস্টার শাকিলা ফারজানা ও তাঁর দুই সহযোগীকে আরেকটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ এ রিমান্ড মঞ্জুর করেন।
urgentPhoto
জেলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম জানান, ব্যারিস্টার শাকিলাকে আজ সোমবার দুপুর ২টা থেকে ৪৮ ঘণ্টা, তাঁর সহযোগী মাহফুজ চৌধুরী বাপন ও হাসানুজ্জামান লিটনকে ৭২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সকালে কড়া নিরাপত্তাব্যবস্থায় আদালত ভবনে আনা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা, বাপন ও লিটনকে। এ সময় আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতকে র্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় আল-মাদ্রাসাতুল আবু বকর থেকে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের ১২ সদস্য গ্রেপ্তার হয়। এ মামলায় আসামিদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর দুর্গম লটমনি পাহাড়ে শহীদ হামজা ব্রিগেডের আস্তানায় অভিযান চালায় র্যাব। পরে আস্তানা থেকে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৮ আগস্ট জঙ্গি তৎপরতায় অর্থ সহায়তার অভিযোগে তিন আইনজীবীকে ঢাকার ধানমণ্ডি থেকে আটক করে র্যাব।