বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো ভিত্তিহীন : তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) জড়ানো ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার এ ধরনের বক্তব্য রহস্যজনক। এ আক্রমণ মহাজোটকে দুর্বল করবে এবং বিএনপি-জামায়াতের অপরাধকে আড়াল করবে। urgentPhoto
আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
গত রোববার এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, জাসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পথ পরিষ্কার করেছিল।
পরদিন বিবৃতি দিয়ে এ বক্তব্যের প্রতিবাদ জানায় জাসদ। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা আবারো একই ধরনের বক্তব্য দেন। নিজ দলকে জড়িয়ে দেওয়া এসব বক্তব্যের প্রতিবাদ জানান তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ১৯৭৫-এর ১৫ আগস্টের আগে-পরে জাসদের ভূমিকা সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত হয়। বঙ্গবন্ধু হত্যার পর জাসদ মোশতাক সরকারের সুবিধাভোগী ছিল না বলেও দাবি করেন তিনি। জাসদ সম্পর্কে সমালোচনা মহাজোটে কোনো ভাঙন ধরাবে না বলেও মনে করেন সংগঠনটির সভাপতি।