শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে মৃত শ্রমিকের করোনা ছিল না, লকডাউনমুক্ত ১৫টি বাড়ি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত নির্মাণ শ্রমিক আবদুল আওয়াল (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ বুধবার বিষয়টি জানানো হয়।
আবদুল আওয়াল উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের বাসিন্দা।
সিভিল সার্জন এ কে এম আনোয়ারুল রউফ বলেন, ‘আজ বুধবার আমরা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছ থেকে আবদুল আওয়ালের করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।’
সিভিল সার্জন আরো জানান, এর ফলে এলাকার যে কয়টি পরিবার লকডাউনের আওতায় ছিল, তা তুলে নেওয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
এর আগে গত রোববার রাতে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু হয় আবদুল আওয়ালের। এলাকাবাসীর সন্দেহ, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর ফলে আবদুল আওয়ালের বাড়িসহ আশপাশের ১৫টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পরে গত সোমবার আইইডিসিআরের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য আবদুল আওয়ালের নমুনা সংগ্রহ করা হয়।