২৫ বছর সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন ডিআরআরএর
২৫ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করে একটি অনন্য দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)।
আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়নের উপর আলোকপাত করে এ কথা বলেছেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন।
আজ সোমবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ডিআরআরএ আঞ্চলিক কার্যালয়ে ডিআরআরএ ও নিকেতন ফাউন্ডেশন, নেদারল্যান্ডসের অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যদানকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন, ডিআরআরএর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, নিকেতন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২৫ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পুনর্বাসন ও সেবা দিয়ে আসছে ডিআরআরএ প্রতিষ্ঠানটি।
নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। আমরা এখানে দীর্ঘ বছর কাজ করি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে, আগত অতিথিরা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ