রাজশাহীতে ক্লিনিকের নার্স আইসোলেশনে
বেসরকারি ক্লিনিকের এক নার্সকে রাজশাহী সংক্রমণ ব্যাধি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল শুক্রবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থা অপরিবর্তিত থাকায় আজ শনিবার সকালে তাঁকে সংক্রমণ ব্যাধি হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই নার্সের করোনা শনাক্তে পরীক্ষা করা হবে।’
চিকিৎসক আরো বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জন ভর্তি হয়েছিল। পর্যবেক্ষণ শেষে এদের আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন চারজন পর্যবেক্ষণে রয়েছে।’
এদিকে, আজ জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, গত মার্চ মাসে রাজশাহীতে বিদেশ থেকে এসেছে দুই হাজার ৯৫৯ জন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে এক হাজার ৮০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছে ৩১৪ জন। এ ছাড়া ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৬৬ জনকে। গত ২০ ঘণ্টায় চারজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এরা সবাই মোহনপুরে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘রাজশাহীর সব উপজেলা থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হয় এবং সব কর্মহীন মানুষ যেন খেতে পায়, সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া মানুষকে বাড়িতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।’