করোনা রোগীদের সেবা দিয়ে নিজেই প্রাণ হারালেন সেবিকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/06/nurse.jpg)
ক্যাপশন করোনায় মারা যাওয়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন। ছবি : সংগৃহীত
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাসিমা পারভীন নামের এক সেবিকার মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নাসিমা মারা যান।
নাসিমা পারভীন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
এ হাসপাতালটি সিলেটের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টার হিসেবে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস জানান, সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।