যশোরে হিযবুত নেতা সন্দেহে যুবক আটক
যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার সন্দেহে এক যুবককে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তাঁর নাম তানজীব আহমেদ আশরাফুল। গতকাল রোববার ভোরে শহরের পুরাতন কসবা এলাকা থেকে তাঁকে আটক হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গতকাল ভোরে নিজ বাড়ি থেকে আশরাফুলকে আটকের সময় তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, হিযবুত তাহরীরের কিছু বই ও লিফলেট জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, আশরাফুলের বাবা আবদুল মজিদ মিসরে থাকেন। সেখান থেকে তিনি আশরাফুলকে এই ল্যাপটপ পাঠিয়েছেন। এই ল্যাপটপে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিভিন্ন কর্মকাণ্ডের বেশ কিছু ভিডিওচিত্র পাওয়া গেছে। তবে ল্যাপটপে থাকা কিছু ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। সেগুলো উদ্ধার করা সম্ভব হলে হয়তো আশরাফুল সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।
গত ১৬ সেপ্টেম্বর হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান মাহমুদুর রহমান অভিকে রাজশাহী থেকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে বিপুল প্রচারপত্র উদ্ধার করা হয়।
এর আগে ২৪ আগস্ট রাজধানীর দক্ষিণখান থেকে পত্রিকা, লিফলেটসহ হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে দুজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।