শেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ১৬ জন
শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম মুক্তা (৭০)। তিনি দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন।
এদিকে, শেরপুরে নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফল দেখে এমনটিই জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানিয়েছেন, মঙ্গলবার ৯২টি নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদরে আক্রান্ত হয়েছেন ১২ জন ও নালিতাবাড়ীতে চারজন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৪ জনে। সুস্থ হয়েছেন ৩০৩ জন।
এদিকে, মঙ্গলবার ৯২ জনে ১৬ জন শনাক্তের আনুপাতিক হিসাবে শেরপুরে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশে। অর্থাৎ ১০০ নমুনার মধ্যে গড়ে প্রায় ১৫ জন আক্রান্ত। বিশেষ করে জেলা সদরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। অথচ শহরে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। বেশির ভাগ মানুষই সামাজিক দূরত্ব মানছে না। এমনকি মাস্কও পরছে না অধিকাংশ মানুষ। যার ফলে আক্রান্তের হার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।