মাগুরায় ফেসবুক হ্যাকিং গ্রুপের ১০ সদস্য আটক
মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাকিং এবং বিকাশ প্রতারক গ্রুপের তিন কিশোরসহ ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিপিইউসহ ডেস্কটপ, মোবাইল সেট, হার্ডডিস্ক ও মডেম জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক ১০ জনের মধ্যে সাতজন হলেন প্রতারক চক্রের দলনেতা মোহিদুল ইসলাম (২০), তাঁর ভাই জাহিদুল ইসলাম (১৮), মিজানুর রহমান (১৮), রানা বিশ্বাস (২৫), জয় মাহমুদ (২২), রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল সুন্দরপুর গ্রামের সজীব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার আলমগীর হোসেন (১৮)। অন্য তিনজন কিশোর।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় চরচৌগাছি গ্রাম থেকে প্রতারক চক্রের দলনেতা মোহিদুল ইসলামকে আটক করা হয়। তাঁর প্রাথমিক স্বীকারোক্তিতে তিন কিশোরসহ আরো নয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি সিপিইউসহ ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল ফোনসেট, সাতটি হার্ডডিস্ক ও একটি ইন্টারনেট মডেম জব্দ করা হয়েছে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি হ্যাক এবং বিকাশ গ্রাহকের সঙ্গে বিভিন্ন উপায় প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।