বিদেশি হত্যায় দেশি-বিদেশি কুচক্রী মহল : কাদের
রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় ইতালির নাগরিক হত্যাকাণ্ডে দেশি-বিদেশি কুচক্রী মহল তৎপর থাকতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
urgentPhoto
আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কূটনৈতিক অঞ্চলে বিদেশি হত্যা পূর্বপরিকল্পিত।’ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই কথা বলেছিলেন।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক চেসারে তাভেলা গুলিতে নিহত হন। এ ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বার্তা দেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে সরকারের পক্ষ থেকে খুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।