শেরপুরে ভাগনের লাঠির আঘাতে আহত মামির মৃত্যু
শেরপুরে গাছ লাগানো নিয়ে বিরোধের জের ধরে ভাগনের লাঠির আঘাতে আহত মামি রোজিনা বেগম (৪৮) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মামি মারা যান।
নিহত রোজিনা বেগমের বাড়ি শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নে হাওড়াগড় গ্রামে। তাঁর স্বামীর নাম হাতেম আলী।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম নিহতের স্বজনদের উদ্ধৃত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরের জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তাঁর ননদ কাজলী বেগমের দ্বন্দ্ব চলছিল। গত ২১ সেপ্টেম্বর বিকেলে রোজিনা বেগম ও তাঁর সৎছেলে মজনু মিয়া ওই জমিতে একটি গাছ লাগাতে যান। এ সময় কাজলী বেগম ও তাঁর ছেলে কাদের মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাদের মিয়া মামি রোজিনার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে আহত অবস্থায় রোজিনা বেগমকে শেরপুর জেলা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান রোজিনা বেগম।
এ ব্যাপারে শেরপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।