টাকা নয়, খেলতে চান বিসিবি সভাপতি
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় ভালোই আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের। অবশ্য চাইলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে ক্ষতিপূরণ চাওয়ার পক্ষে নন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ভবিষ্যতে যেকোনো সময় সিরিজটি আয়োজনের পক্ষপাতী তিনি।
সোমবার বিসিবির কার্যালয়ে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় ক্ষতিপূরণ চাইলে ক্রিকেট অস্ট্রেলিয়া দ্রুতই তা দিয়ে দেবে। কিন্তু আমরা ক্ষতিপূরণ চাইব কেন? আমরা তো খেলতে চাই। যেকোনো সময় আমরা এই সিরিজ খেলার পক্ষে। আমরা চাই অস্ট্রেলিয়া আমাদের দেশে আসুক।’
কিছুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে রাজি নন বিসিবি সভাপতি, ‘সিরিজ স্থগিত হলেও এখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ক্ষতিপূরণ চেয়ে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। তা ছাড়া আমাদের কাছে টাকা মুখ্য বিষয় নয়।’
অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ছিল ওয়ালটন। এই সিরিজে বেশ কয়েকটি কো-স্পন্সরও ছিল।