সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে তাঁর আইনজীবী কারাগারে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে গেছেন তাঁর আইনজীবী হুজ্জাতুল ইসলাম। আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে কারাগারে প্রবেশ করেন তিনি।
সাকা চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া রায় রিভিউয়ের আবেদন করা হতে পারে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন হুজ্জাতুল ইসলাম। এ বিষয়ে কথা বলতেই তিনি কাশিমপুর কারাগারে যাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে আজ দুপুরে কাশিমপুরে যাওয়ার পথে হুজ্জাতুল ইসলাম টেলিফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘দেখা করার বিষয়ে সাকা চৌধুরীর পরিবার জেল সুপারের সঙ্গে কথা বলে আমাকে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে দেখা করার জন্য এখনো আমাকে কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। সেখানে যাওয়ার পর জেল সুপারই দেখা করার ব্যবস্থা করে দেবেন।’
হুজ্জাতুল ইসলাম আরো বলেন, ‘আমি শুধু রায় রিভিউয়ের বিষয়ে ওনার (সাকা চৌধুরী) সঙ্গে আলাপ করব। অন্য কোনো বিষয়ে নয়।’
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষর করেন। এরপর তাঁদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকে।