ঢাকায় পশ্চিমবঙ্গের তরুণ ক্রিকেটাররা
‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলও আপাতত আসছে না। তবে নিরাপত্তার শঙ্কাকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশে এসেছে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে দলটি।
বাংলাদেশে বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে চারটি তিনদিনের ম্যাচ খেলবে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৭ দল।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে একদমই চিন্তিত নন পশ্চিমবঙ্গের কোচ গৌতম সোম। ঢাকায় পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের দ্বিতীয় হোম। এখানকার নিরাপত্তা নিয়ে কখনোই আমাদের মনে প্রশ্ন জাগেনি। অতীতের মতো এবারও আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই।’
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে গৌতম সোম বলেন, ‘শুনেছি বাংলাদেশের দলটি যথেষ্ট শক্তিশালী। তাদের সঙ্গে আমাদের লড়াই ভালোই জমবে।’
বুধবার থেকে বিকেএসপিতে শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১১ অক্টোবর। বাকি দুটি ম্যাচ হবে রংপুরে। উত্তরবঙ্গের শহরটিতে তৃতীয় ম্যাচ ১৬ এবং শেষ ম্যাচ ২০ অক্টোবর শুরু হবে।