তৃণমূলে বিএনপি পুনর্গঠনে থাকছে না সময়ের বাধা
বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে তিন বছর হলো। নানা প্রতিকূল অবস্থার কারণে ২০০৯ সালের পর থেকে কোনো কমিটি গঠন করতে পারেনি দলটি। তাই সম্প্রতি দলটি তৃণমূল থেকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে।
কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে ‘আন্দোলনের এসিড পরীক্ষায়’ উত্তীর্ণ সাংগঠনিক ওয়ার্ড থেকে শুরু করে জেলাপর্যায়ের নেতা-কর্মীদের নেতৃত্বে নিয়ে আসতে চায় বিএনপি। এ লক্ষ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নের জন্য দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় সারা দেশে দলটির ৭৪টি সাংগঠনিক জেলায়। কিন্তু এ পর্যন্ত কোনো জেলাতেই পালিত হয়নি কেন্দ্রের ওই নির্দেশ।
এ বিষয়ে অভ্যন্তরীণ কোন্দলের কথা অনেকে বললেও প্রকাশ্যে তা কেউই স্বীকার করছেন না। বরং বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে কমিটি করতে না পারার পেছনে সরকারের দমন-পীড়ন আর ঈদের ছুটিকেই বড় কারণ বলে তুলে ধরছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
আর তাই সংগঠন পুনর্গঠনে তৃণমূলকে আর সময়সীমা বেঁধে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে অক্টোবরের মধ্যে অন্তত অর্ধেক সাংগঠনিক জেলার কমিটি গঠিত হবে বলে আশা করছে দলটি।
বিস্তারিত দেখুন মাকসুদুল হাসানের ভিডিও প্রতিবেদনে :