জামায়াত শোষক না, দেশের সেবক হতে চায় : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দেশের সেবক হতে চায়, শোষক হতে চায় না। কোনো মানুষের ওপরে জুলুম বা নির্যাতন করতে চায় না। জুলুম নির্যাতনের বিরুদ্ধে জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির আমির। তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে কোনো প্রতিবেশীর সঙ্গে অন্যায়-অত্যাচার-জুলুম-নির্যাতনের পথ বেছে নেবে না । মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারকে জনগণ বসিয়েছে। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন এটা জনগণের প্রত্যাশা। এই সরকার শহীদের রক্তের মর্যাদা দিবে এই আশা করছি আমরা । দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার প্রয়োজন রয়েছে। করতে হবে দ্রুত সংস্কার । সরকারের ন্যায় সঙ্গত ও যুক্তিসঙ্গত কাজের জন্য জামাত ইসলামের সহযোগিতা করবে।
যা কিছু ন্যায় সঙ্গত আমরা তার সাথে আছি উল্লেখ করে ডা. শফিকুর রহমান এ সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা কারও চোখ রাঙানো ভয় করবেন না, ফ্যাসিবাদের দোসরা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের জন্য চেষ্টা করছে। তাদের উচিত জবাব দেবেন। এদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। এই সংগঠনের নেতা কর্মীদের ফাঁসি দিয়ে হত্যা দেওয়াসহ বিভিন্নভাবে কর্মীদের হত্যা করা হয়েছে। দীর্ঘদিন এই সংগঠনের কর্মীরা একরকম বন্দি জীবনযাপন করেছে।
ডা. শফিকুর রহমান নির্বাচন নিয়ে বলেন, আমরা যথার্থ সময়ে নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জনগণের উপস্থিতির নির্বাচন আমরা চাই। অতীতের মতো কোনো নির্বাচন আমরা চাই না। আমরা চাই, সাধারণ মানুষ তাদের ইচ্ছেমতো শান্তিতে নিরাপদে ভোট দিতে পারবে, এই ধরনের পরিবেশ সরকারকে করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, নরসিংদী জেলা আমির মাওলানা মোসলে উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা আমির আব্দুল কুদ্দুস, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা জেলা সেক্রেটারি অধ্যক্ষ কামাল হোসেন, ঢাকা জেলা সহকারী কর্ম পরিষদ সদস্য শাহাদাত হোসাইন, ঢাকা জেলা বায়তুল মাল সম্পাদক কবিরুজ্জামান, ঢাকা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল, কেরানীগঞ্জ মডেল থানা আমির আব্দুর রহিম মজুমদার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান, ঢাকা জেলা উত্তর আমির আবু সুফিয়ান প্রমুখ।